আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ গনি গাজী (৭৪) কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ ১২ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার জুম্মার নামাজ শেষে গোয়ালডাঙ্গা সরদার বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে গার্ড অফ অনার প্রদান করা হয়। গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মনতাজ গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আঃ গনি গাজী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি এক স্ত্রী, ৩পুত্র ও ৫কন্যা রেখে যান। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু এর উপস্থিতিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ ওনার প্রদান করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আঃ করিম, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী গাজী, কার্তিক চন্দ্র মন্ডল, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, গোয়ালডাঙ্গা সরদার বাড়ি পুরাতন জামে মসজিদের সভাপতি আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরদারসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
