আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির চাপড়ায় সাংবাদিক আহসান হাবিবের চাচা আশরাফ উদ্দিন মকবুলের দাফন সম্পন্ন।
আজ ১৩ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার ভোর ৬.৫০ মি. তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশিষ্ট সমাজ সেবক চাপড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেন মরহুম আল. আশরাফ উদ্দীন মকবুল দক্ষিন চাপড়া গ্রামের মরহুম ইসাক আহম্মদের ছোট পুত্র। মৃত্যুকার তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃতান্তে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তিনি দীর্ঘদিন শ্বাস কষ্ট সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ পূর্বে তিনি মিনি স্টোক সহ জটিল সমস্যায় আক্রান্ত হলে সাতক্ষীরা ব্লীস হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শনিবার ভোরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
আজ ১৩ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার বাদ আছর চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠে নামাজে জানাযা শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযায় ঈমামতি করেন, মরহুমের ভাপো পুত্র হাফেজ মুরর্শিদ আলম। জানাযায় শরিক হন, সাতক্ষীরা সংসদীয় আসন-৩ এর জামায়াতের মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এস মুজিবুর রহমান ও এস,এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বিএনপি নেতা আবুহেনা মোস্তফা কামাল, খোরশেদ আলম, শাহরিয়ার জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, মরহুমের পুত্র আব্দুল আওয়াল পাইলট সহ মুসল্লিবৃন্দ। আগামী মঙ্গলবার বাদ জোহর মরহুমের রুহের মাহফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে তার পরিবার সূত্রে বলা হয়েছে।
