আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে রমজান আলী মোড়ল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ০১ জুলাই ২০২৪ রোজ সোমবার বিকালে তিনি মনোনয়নপত্র সংগ্র করেন।
খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের সভাপতি, মটর সাইকেল সমিতির সভাপতি, বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিবিড়ভাবে জড়িত রমজান আলী মোড়ল কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসের উদ্দেশ্যে গমন করেন। এবং নির্বাচন অফিস থেকে খাজরা ইউপি’র চেয়ারম্যান পদে উপ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।