আশাশুনি (সাতক্ষীরা) প্রকিনিধি : আশাশুনি উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সদস্য সুকেশ সরকারের মাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১০ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বেলা ১১ টায় নিজ বাসভবনে তিনি মারা যান।
১০ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সন্ধ্যায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শ্রমিক দলের পক্ষ থেকে সভাপতি নুরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ নেতৃবৃন্দ শোক জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।