আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার বেলা ১১ টায় উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় কাদাকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমান, মিত্র তেঁতুলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সাদেক, চাপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক বিমলেন্দু কুমার, ত্রয়োদশ পল্লী হাই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত কুমার, বাইনতলা আরসি হাই স্কুলের প্রধান শিক্ষক তরুন কান্তিসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমিতির আয়-ব্যয়ের হিসাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।