আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা সদরের বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরেরা গ্রীল কেটে ঘরে ঢুকে চুরি করে।
স্কুলের প্রধান শিক্ষক শরিফা খাতুন জানান, তারা বৃহস্পতিবার স্কুল ছুটির পর যথাযথ ভাবে দরজা-জানাল ও গ্রীল আটকে বাড়িতে যান। ১৫ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার রাতের কোন এক সময় চোরেরা স্কুল ভবনের বারান্দার গ্রীলের গেট ভেঙ্গে ও পাশের গেটের তালা ভেঙ্গে এবং পরে অফিস কক্ষের হ্যাজবল্ড ভেঙ্গে ভিতরে ঢোকে। ঘরে ওয়াল আলমারীর তালা ভেঙ্গে একটি ল্যাপটপ, বেল (ঘন্টা), হেডফোন ও নগদ ৬০০ টাকা চুরি করে। একই সাথে স্টীলের আলমারীর ভেঙ্গে কম্পিউটার মাউস, হোয়াইট বোর্ড মারকার, ক্লাশের বই ও দৈনন্দিন ব্যবহৃত মালামাল নিয়ে যায়। এব্যাপারে প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এসআই রাজীব ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্কুল পরিদর্শন করেছেন।