Monday, September 16, 2024

আশাশুনি উপজেলা চাম্পাফুলে ফ্রি চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা সীমান্তে অবস্থিত চাম্পাফুল বাজারে (দীঘির পাড়) ফ্রি চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ আগস্ট ২০২৪ রোজ সোমবার বাজাস্থ যমুনা শো রুমে এ ক্যাম্প পরিচালনা করা হয়। সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত নাম রেজিস্ট্রেসন এবং ফ্রি চিকিৎসা এবং ছানি রোগি বাছাই করা হয়।
ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ৩ শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ঔষধ, কালো চশমা, যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা প্রদান করা হয়। এছাড়া ছানি অপারেশন করানোর জন্য বাছাইকৃত রোগিদের এদিনই সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে (কদমতলা বাজার, কাশেমপুর) নেওয়া হয়। যমুনা শো রুমের সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ফ্রি চিকিৎসা ও রোগী বাছাই ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিসমিল্লাহ হ্যাচারীর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক শোভনালী ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার আঃ হান্নান পাড় ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজগর আলী গাইন। এসময় চক্ষু সেবা নিতে আসা অসহায় ১০ জন রোগিকে অপারেশনের জন্য নগদ ৩০০০০ হাজার টাকা প্রদান করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article