আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃ স্কুল ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র শিবির বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল শাখার আয়োজনে ফাইনাল খেলায় শহীদ আবু সাইদ ফুটবল একাদশ বনাম শহীদ আসিফ হোসেন ফুটবল একাদশ মুখোমুখি হয়।খেলায় শহিদ আসিফ একাদশ ৪-১ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু। বুধহাটা কলেজিয়েট স্কুল শিবির সভাপতি নাহিদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি শিহাব হোসেনের পরিচালনায় এসময় উপজেলা যুব বিভাগ সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম, আশাশুনি উত্তর শিবির সভাপতি মোঃ মোখলেছুর রহমানসহ দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।