Wednesday, September 17, 2025

আশাশুনি উপজেলার বুধহাটায় রাতে আঁধারে বিএনপির কমিটি গঠনের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে অবৈধ ও স্বঘোষিত কমিটির মাধ্যমে ফ্যাঁসিস্টদের নিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার বিকালে বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বুধহাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের স্বৈর শাসনের সময় বাড়ি ঘর ছাড়া, রাতের আঁধারে বনে জঙ্গলে, গোরস্থানে রাত যাপন করেছি। এসময় যারা ফ্যাসিস্টদের সাথে আনন্দ উল্লাসে সময় কাটিয়েছে, তারাই আজ বিএনপির নেতা সেজে মাঠে নেমেছে। তাদের মধ্যে আঃ রব ও খোরশেদ আলমের নেতৃত্বে স্বার্থান্বেষি কুচক্রি মহল নিজেদের স্বার্থ হাছিলের জন্য রাতের আঁধারে ফ্যাসিস্টদের সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের পায়তারা চালাচ্ছে। ফলে এলাকার ত্যাগী ও প্রকৃত বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এভাবে চলতে থাকলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। দুঃসময়ে ইউনিয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী ও বারবার কারাবরণকারীকে অন্ধকারে রেখে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ত্যাগী নেতা কর্মীদের আড়ালে রেখে কমিটি দেওয়ার ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। যে ষড়যন্ত্র ও পাতানো অবৈধ ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে সে কমিটি অবিলম্বে বিলুপ্ত ঘোষণার দাবী জানিয়ে তিনি বলেন, স্বঘোষিত বুধহাটা ইউনিয়ন কমিটির আহবায়ক আব্দুর রব ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন ইউনিয়ন যুব দলের সভাপতি পদ থেকে আজীবনের জন্য পদত্যাগ করেছিল। যা ০২/০২/২০১৫ তাং দৈনিক দৃষ্টিপাতসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। সেই পাল্টি খাওয়া আঃ রব বিএনপি ইউনিয়ন আহবায়ক সেজে গোপনে গোপনে সম্মেলন না করে বুধহাটা ইউনিয়নের ০৫ ওয়ার্ড কমিটি ঘোষণার পর আগামী ২৮ জানুয়ারী ইউনিয়ন কমিটি ঘোষণার ষড়যন্ত্রে নেমেছে। তাদের অবৈধ তৎপরতা অবিলম্বে বন্ধ করতে উপজেলা ও জেলা নেতৃবৃন্দের কাছে দাবী জানিয়ে তিনি বলেন, অপতৎপরতা বন্ধ না হলে এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগি সংগগঠনের নেতা কর্মীরা তাদের প্রতিহত করতে বাধ্য হবে। তিনি বলেন, তাদের অবৈধ কর্মকান্ড সম্পর্কে ইতিমধ্যে আমরা জেলা নির্বাচন সমন্বয়কারী, উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে অবহিত করেছি। এসময় ইউনিয়ন বিএনপি সভাপতি কবির আহমেদ ঢালী, সিনিঃ যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক শওকত আলী, যুব দলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান বকুল, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও ফারুক হোসেন, মেম্বার ফিরোজ আহমেদ, মেম্বার লিয়াকত আলী, কবির হোসেন, রিপন হোসেন, ফারুক হোসেন, রহমত উল্লাহ, রফিকুল মোল্যা, আঃ সালাম, আজিজুল, কাইউম প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article