আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরে স্ট্র্রোক আক্রান্ত রোগি ও আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা করা হয়েছে। আশাশুনির বিসমিল্লাহ হ্যাচারীর চেয়ারম্যান শিল্পপতি গাউসুল আজম রাজ ব্যক্তিগত তহবিল হতে সহায়তা প্রদান করেছেন।
প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের ভ্যানচালক ফজলু গাজীর স্ত্রী আম্বিয়া খাতুন স্ট্রোক স্থানীয় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহরের হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। গরিব অসহায় দুস্থ ভ্যান চালক টাকা না থাকায় দিশেহারা হয়ে পড়েন। স্থানীয় হাইস্কুল বাজারের লোকজন আশাশুনির শিল্পপতি গাউসুল হোসেন রাজকে মুঠোফোনে জানালে তিনি পাঁচ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। অপরদিকে গত ২৫ ডিসেম্বর হিজলিয়া গ্রামে আগুনে পুড়ে ৩টি ঘর ভস্মীভূত ও অগ্নিদগ্ধ হয়ে শতাধিক হাঁস মুরগীর মৃত্যু হয়। এতে দুটি পরিবারের সহায় সম্বল স্বপ্ন সবই শেষ হয়ে যায়। অসহায় পরিবার দুটির মাঝে গাউসুল হোসেন রাজ নিজে উপস্থিত হয়ে পাঁচ হাজার করে দশ হাজার টাকা অনুদান দেন।