আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরে ১২ নভেম্বর “উপকূল দিবস” -কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার বিকাল সাড়ে চারটায় তালতলা বাজার শহীদ হাফেজ আনাছ বিল্লাহ চত্বরে দাকীর স্বপক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“বাঁচাও উপকূল ও ন্যাচার কনজারভেশন ভলেন্টিয়ার টিম” এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভলেন্টটিয়ার টিমের পরিচালক দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ। ১২ নভেম্বর ১৯৭০ সালে বাংলাদেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল আঘাত হানে। তাতে উপকূলীয় অঞ্চলের প্রায় ১০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। এই দিনটিকে উপকূল দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার দাবী ও উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্বিষহ প্রেক্ষাপট তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, প্রতাপনগর মটর সাইকেল চালক সমিতির সভাপতি আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আবু সাঈদ, প্রতাপনগর জাগ্রত তরুণ সেবা সংঘের সভাপতি ইমরান নাজির, প্রতাপনগর জাগ্রত তরুণ সেবা সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান রিপন, প্রতাপনগর ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাকিম বিল্লাহ ছাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসুদ রানা প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের উপকূল সুরক্ষায় কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭১১ কিলোমিটার টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।
