আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার ব্রাহ্মণ তেঁতুলিয়া আদর্শ গ্রামে অনৈতিক কর্মকান্ড বন্দের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে এলাকাবাসী। ০১ জুন ২০২৫ রোজ রবিবার সকাল ৯ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে কুদ্দুস সরদারের স্ত্রী জরিনা বিবি, রবিউল গাজীর স্ত্রী তানজিলা খাতুন, হাসান গাজীর স্ত্রী মিনারা খাতুন,
ইমদাদুল গাজীর ছেলে একলাছ গাজী, মোসলেম গাজীর ছেলে বাবু গাজী, সোনা সরদারের ছেলে হাবিবুল্লাহ সরদার, মজিদ গাজীর ছেলে হাসান গাজী, শুকুর মোড়লের ছেলে রবিউল, শহীদ সরদারের ছেলে আলাল, আরজান সেখ, আজিজ সরদারের ছেলে আলেক সরদার, আরজুন শেখ এর ছেলে হাসানুর, বাবুর আলী গাজীর মেয়ে লাকি খাতুন, রশিদা খাতুনের মেয়ে রহিমা খাতুন, হোসেন গাজীর মেয়ে ফোনটি খাতুন উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, আদর্শ গ্রামে দীর্ঘদিন যাবত বহিরাগত লোকজন এনে অনৈতিক কাজ হয়ে থাকে। তারা আদর্শ গ্রামের অনেক ভালো ভালো সংসার নষ্ট করে চলে আসছে।
সংসার নষ্ট করেছে কুদ্দু সরদার ও রবিউল গাজীর।