Tuesday, August 26, 2025

আশাশুনি উপজেলার খাজরা যুব কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা যুব কল্যাণ সংস্থা এলাকার অসহায় গরীব শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। ১৩ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার ১৩০ নং উত্তর খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুমা রেহেনা খাতুনের স্মরণে স্মরণ সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াছ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ উদ্বোধন করেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, মরহুমার স্বামী ও সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য ইয়াকুব আলী, মহিলা মেম্বার তহমিনা খাতুন। স্মরণ সভা শেষে ১০০ পরিবারের মাঝে একটি করে কম্বল তুলে দেওয়া হয়। মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোল্যাপাড়া জামে মনজিদের ঈমাম মাওঃ ক্কারী রফিকুল ইসলাম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article