আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মানব পাচার ও নিরাপদ অভিবাসন প্রতিরোধ বিষয়ক পটগান পরিবেশন করা হয়েছে। আজ ১২ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার বিকালে ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে উইনড্রক এন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। রূপান্তর থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় পটগান অনুষ্ঠানে এলাকার শত শত নারী পুরুষ যুবরা উপস্থিত থেকে গান শ্রবন করেন। অনুষ্ঠানে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিঃ সহকারী শিক্ষক ঠাকুর দাশ সরকার বক্তব্য রাখেন। এদিন সকালে বড়দল ইউনিয়নের ফকরাবাদ দুর্গা মন্দির চত্বরে পৃথক পটগানের আয়োজন করা হয়। এখানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফারুক হোসেন। অনুষ্ঠান দুটির সার্বিক সহযোগিতায় ছিলেন, কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল।