আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় ঈদুল আযহা উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন ২০২৫ রোজ সোমবার বিকালে কুল্যা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়েতের সাবেক আমীর, সাতক্ষীরা ৩ আসনের নমিনী মোহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন জামায়াতে নায়েবে আমীর মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোর্তজা, ইউনিয়ন আমীর মাওঃ ইউসুফ আলী, বিএনপি নেতা খায়রুল ইসলাম, সাংবাদিক শেখ বাদশা, জামায়াতের যুব বিভাগ নেতা রুবেল হোসেন, ডাক্তার ফেডারেশন নেতা ডাঃ তাজ, কুল্যা সমাজ কল্যাণ সংঘের পরিচালক জিল্লুর রহমান তোহা প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় গাদনদাড়ী, লাঠি খেলা, বেলুন ফাটানো, হাঁড়ি ভাঙ্গা, হাঁস ধরা, কলা গাছে ওঠা সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।