আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস অবসর গ্রহণ করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী তার বয়স সীমা শেষ হয়ে যাওয়ায় তিনি অবসর গ্রহন করেছেন। অবসরে যাওয়া প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাসের জন্ম ১৯৬৫ সালের ১ জানুয়ারী। বিধি মোতাবেক তিনি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এমান আলীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির আহবায়ক ও অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ বশির আহমেদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নূরুল আলম ও অন্যান্য শিক্ষক -কর্মচারীবৃন্দ প্রমুখ। এসময় তিনি সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের সকল প্রকার কাগজপত্র ও বিভিন্ন ডকুমেন্টস (চেক লিষ্ট অনুযায়ী) প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এমান আলীর কাছে হস্তান্তর করেন।
