আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়ায় চেতনা নাশক ঔষধ ছিটিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ০৯ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার দিবাগত রাতে আনুলিয়া গ্রামের ভবেন্দ্র নাথ সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভবেন্দ্রনাথ সরদারের ছেলে গনেশ সরদার জানায়, প্রতিদিনের ন্যায় ০৯ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে মা-বাবা, স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে তারা ঘরে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে দুর্বৃত্তরা প্রাচীরের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর কৌশলে চেতনানাশক স্প্রে করে বাড়ির সকলকে অজ্ঞান করা হয়। এরপর শোকেস, আলমারি সহ বিভিন্ন জায়গা থেকে নগর ৪৩ হাজার টাকা, একটি সোনার আংটি ও দুটি রুপার আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সকালে কাউকে উঠতে না দেখে পাশের বাড়ির লোকজন ডাকাডাকি করে সকলের ঘুম ভাঙ্গায়। তখন মালামাল লুটের বিষয়টি জানাজানি হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত সকল সদস্য সুস্থ হলেও ছোট ছেলের অবস্থা খারাপ বলে তিনি জানান।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি এলাকায় গাজা ও অনলাইন জোয়া বেড়ে গেছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছে। গভীর রাত পর্যন্ত এসব মাদকাসক্তরা ঘোরাঘুরি করে থাকে। তাদের চলাচল নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
অপরদিকে মাত্র দু’দিন আগে প্রতাপনগরের বিশ্বাস বাড়ি থেকে বিষ প্রয়োগে ছয়টি গবাদি পশুর হত্যা ও আনুলিয়ার সরদার বাড়িতে চেতনা নাশক স্প্রে করে বাড়ি থেকে লুটপাটের ঘটনা ঘটেছে।