Sunday, August 3, 2025

আশাশুনির বুধহাটা ও গোয়ালডাঙ্গায় বিএনপি ও যুবদলের মিছিল

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ও বড়দলে ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামীলীগের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার সকাল ৯ টায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধহাটাতে বিএনপি যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা করিম সুপার মার্কেট থেকে মিছিল বের হয়ে কুল্যার মোড় ঘুরে বুধহাটা তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সভা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। অন্যদের মধ্যে ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব এস এম হাবিবুল্লাহ বাহার, কুল্যা ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন, মেম্বর মতিয়ার রহমান, শ্রমিক দলের সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদ, যুবদলের যুগ্ম আহবায়ক আরাফাত ইসলাম, জামির হোসেন, সিরাজুল ইসলাম, তোতা, ওয়ার্ড যুবদলের আহবায়ক মুস্তাফিজ রহমান, সদস্য মিঠু প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
বড়দলের গোয়ালডাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি তিন রাস্তা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয। সভায় বড়দল ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম (শরীফ) এর সভাপতিত্ব বক্তব্য রাখেন, যুবদলের সাবেক সভাপতি আজহারুল ইসলাম আজগার মোড়ল, জেলা জাসাস দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম ও ইউনিয়ন সভাপতি বাবু গাজী, ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান ফকির, ওয়ার্ড বিএনপি’র বেদেরুজ্জামান বেদের, মাসুদ বিশ্বাস, ফারুক গাজী, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পৈতালশীল, ওয়ার্ড জাসাস দলের কার্যকারী সদস্য আমিনুদ্দিন, যুবদলের তারেক আজিজ, হোসাইন, পিন্টু, ইউনিয়ন ছাত্রদলে আব্দুল্লাহ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article