Tuesday, August 26, 2025

আশাশুনির বুধহাটায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় আইন শৃংখলা রক্ষায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ আগস্ট ২০২৫ রোজ সোমবার বিকাল ৫.৩০ টায় বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল অদুদ। বুধহাটা তদন্ত কেন্দ্রের সদ্য বিদায়ী আইসি তুষার কান্তি মাহাতোর সভাপতিত্বে ও ফারুক হোসেন লেলিনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবাগত আইসি আঃ রহিম, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বিএনপি নেতা খোরশেদ আলম, জামায়াত নেতা ও ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, বিএনপির আঃ ওহাব, মঞ্জুরুল হুদা, রফিকুল ইসলাম বকুল, মাওঃ ইউসুফ, হাফেজ আছাফুর রহমান প্রমুখ। প্রধান অতিথি পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ অদুদ তার বক্তব্যে বলেন, মুষ্টিমেয় উচ্চাভিলাষী অফিসারের কারনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা ত্রমার মধ্যে আছি, মনোবল চাঙ্গা করে শক্তি নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা দুর্নীতিমুক্ত ভাবে কাজ করতে চাই। মাদক ব্যবসায়ী, জুয়াড়ীদের দমনে আমরা দৃঢ়তার সাথে চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা ও আমাদের আন্তরিকতাকে এক করে এলাকাকে সন্ত্রাস, মাদক, জুয়া, চাঁদাবাজী, চুরি-ডাকাতি ও সকল অপরাধমুক্ত করতে চাই।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article