Wednesday, September 17, 2025

আশাশুনির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন অতিঃ বিভাগীয় কমিশনার সার্বিক

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। আজ ০২ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় তিনি আশাশুনিতে গমন করেন।
আশাশুনিতে গমন করে উপজেলা পরিষদে পৌছলে তাঁকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তিনি এনজিও ব্যুরো বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন। দুপুর ২ টায় তিনি আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি পরিষদের সার্বিক খোঁজখবর নেন। বিকালে তিনি খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল প্রমুখ তাঁর সাথে ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article