Sunday, August 10, 2025

আশাশুনির বিনামূল্যে বিতরণকৃত পানির ট্যাংক পাইকগাছায় আটক

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বিনামূল্যে বিতরণকৃত পানির ট্যাংক বিক্রয় করা দন্ডনীয় অপরাধ হলেও সেই ট্যাংক বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। ১৬ জুলাই ২০২৫ রোজ বুধবার সকাল ১০ টার দিকে ৩ হাজার লিটারের নীল রংয়ের ট্যাংকটি পাইকগাছা উপজেলায় আটক করা হয়। সেখানে কর্মরত ট্যাংকি মিস্ত্রিরা ভ্যানসহ ট্যাংকটি আটক করেন। ট্যাংকটি পাইকগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রয়েছে।
ট্যাংক আটকের কথা জানাজানির পরে পুনরায় ফিরে পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে ও নেতাকর্মীর কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে মজিদ মোড়ল। জানাগেছে, উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মৃত মহব্বত মোড়লের ছেলে মজিদ মোড়ল সরকারি বরাদ্দে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য একটি ট্যাংক পান। কিন্তু অর্থের বিনিময়ে তিনি কপিলমুনির একব্যক্তির কাছে বিক্রি করে দেয়। বিক্রয় করা ট্যাংক ভ্যানযোগে নিয়ের যাওয়ার সময় পাইকগাছার মধ্যস্থলে ভ্যান গাড়িসহ আটক করা হয়।
এ ব্যাপারে মজিদ মোড়লের কাছে জানতে চাইলে সত্যতা স্বীকার করে বলেন, আমার ভুল হয়ে গেছে। জেকে পরিবারের সুপারভাইজার ইমরান হোসেন জানান, আমি আশাশুনি ও পাইকগাছা দুই উপজেলায় ট্যাংকি বসানোর কাজ করছি। পাইকগাছা উপজেলার কর্মরত মিস্ত্রিরা আমাকে জানিয়েছেন এবং আপনিও বললেন, বিষয়টা আমি উর্দ্ধধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত হয় পরে জানাতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, যেই এই অপরাধের কাজ করুক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই ব্যক্তি আর কখনো পানির ট্যাংকি পাবেনা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article