Tuesday, November 4, 2025

আশাশুনির তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের বিরুদ্ধে অশ্লীল, বাজে মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার বিকালে ঠাকুরাবাদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে তাদের প্রাক্তন শিক্ষক সুব্রত কুমার মন্ডলকে নিয়ে কটুক্তি, বাজে মন্তব্য ও অশ্লীলতার প্রতিবাদে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তৎকালীন (সুব্রত কুমার মন্ডলের চাকরীকালীন) স্কুল পরিচালনা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মন্ডল, দু’বারের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার, শিক্ষক গৌতম চন্দ্র মন্ডল, শিক্ষক পঙ্কজ মন্ডল, প্রাক্তন মেম্বর দীলিপ চন্দ্র মন্ডল, প্রাক্তন শিক্ষার্থী রামকৃষ্ণ মন্ডল প্রমুখ। বত্তাগণ বলেন, ৬ সেপ্টেম্বর তুয়ারডাংগা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের প্রতি তুয়ারডাংগার মৃত হরেন্দ্র নাথ মন্ডলের পুত্র শ্রীকৃষ্ণ মন্ডল কর্তৃক অশ্লীলভাষা, বাজেমন্তব্য করা ও কটুক্তি চরম
সম্মানহানিকর। বাবু সুব্রত কুমার মন্ডল বাইনতলা আর, সি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে চলে যান। দীর্ঘ ১৬ বছর বলাবাড়িয়ায় সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি সৎ, চরিত্রবান ও দায়িত্বশীল গনিত শিক্ষক ছিলেন। দক্ষ গনিত শিক্ষক হিসাবে আশাশুনি উপজেলায় উনার নাম প্রশংসায় অতুলনীয় ছিল। গনিত বিষয়ে পাঠদানের ক্ষেত্রে সুরত স্যারের বাচনভঙ্গি, কলাকৌশন ছিল অতিব প্রশংসনীয়। কম—মেধাসম্পন্ন শিক্ষার্থীদের এস.এস.সি পরীক্ষায় সংক্ষিপ্ত সাজেসন এর মাধ্যমে গনিত বিষয়ে পাশ করিয়ে আনা এটাও ছিল উনার একটি উল্লেখযোগ্য দিক। গনিতের উপর সৃজনশীল প্রতিভা ছিলো সুব্রত স্যারের আরো একটি প্রগতিশীল প্রক্রিয়া। যাহোক দীর্ঘ ১৬ বছর অতীব সুনামের সহিত সুব্রত স্যার বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে মাথা উঁচু করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাইনতলা আর, সি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে চাকুরীতে যোগদান করেন । অথচ শ্রীকৃষ্ণ মণ্ডল কেন অকথ্য, অশ্লীলভাষা প্রয়োগ করলো তার সঠিক জবাব চাই ও ধিক্কার জানাই। ঐ মানববন্ধনে তুয়ারডাংগার অন্য যারা বক্তব্য দিয়েছেন তারা কটূক্তি না করায় আমরা ধন্যবাদ জানাই। সেখানে সুব্রত স্যারের উপর ভালো, মন্দ, ন্যায়, অন্যায় নিয়ে আমাদের কোন জিজ্ঞাসা নাই। আপনাদের ওখানকার বিষয় আপনারা দেখবেন। আমাদের জিজ্ঞাসা শ্রীকৃষ্ণ কোথা থেকে জানলো সুব্রত স্যারকে আমরা বলাবাড়িয়া থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। এর জবাব দিতে হবে শ্রীকৃষ্ণকে। আমরা সুরত স্যারের প্রাক্তন শিক্ষার্থীরা উচ্চ শ্রীকৃষ্ণের বাজে মন্তব্য, অপশব্দ, অশ্লীল ভাষা ও কটূক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article