আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাতের আঁধারে হিন্দু বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্নলাংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিয়নের খালিয়া গ্রামে মৃত হৃদয় মন্ডলের পুত্র তেজেন্দ্র নাথ মন্ডলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিক তেজেন্দ্র নাথ মন্ডল জানান, রাত ১২ টার সময় তার স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘরের দরজা খুলে বাইরে যায়। কিছু পরে আবার ঘরে প্রবেশ করে। রাত ১টার দিকে তাদের ঘুম ভাঙলে উঠে দেখে ঘরের দরজা খোলা। তখন দেখাদেখি করে চুরির বিষয়টি বুঝতে পারেন।
তেজেন্দ্র নাথের স্ত্রী জানান, সে যখন রাত বারোটার সময় বাইরে গিয়েছিল। তাদের ধারনা সেই সুযোগে চোর তাদের অজান্তে ঘরে ঢুকে বারান্দার খাটের তলায় আশ্রয় নেয়। তারা ঘুমিয়ে পড়লে চুরি কাজ শেষে চোরেরা পালিয়ে যায়। চোরেরা নগদ টাকা, দুটি বাটন মোবাইল ফোন ও স্বর্নলাংকারসহ অনুমান ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। খালিয়া গ্রামে এর আগেও কয়েকটি চুরি ঘটনা ঘটেছে। কিন্তু চোরাই মালামাল উদ্ধার বা চোর আটক হয়নি।
