আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশান (ডিসাস) এর সভাপতি নির্বাচিত হয়েছেন আশাশুনির আলী আশরাফ সিদ্দিকী। ১৭ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাতক্ষীরার শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আশাশুনি উপজেলার প্রতাপনগরের ছেলে আলী আশরাফ সিদ্দিকী সভাপতি নির্বিচিত হয়। আলী আশরাফ প্রতাপনগরের নূরে আলম সিদ্দিকীর বড় পুত্র। আলী আশরাফের পিতা তাকে সভাপতি নির্বাচিত করায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জ্ঞাপন এবং সততা নিষ্ঠা ও একাগ্রতার সাথে তার পুত্র দায়িত্ব পালন করতে সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।