Wednesday, August 6, 2025

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত-৩

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি -সাতক্ষীরা সড়কে মোটর সাইকেল ও ইঞ্জিন ভ্যান (খাট বডি) দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ০৩ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সন্ধ্যায় সড়কের নওয়াপাড়া চন্ডিতলা কার্লভাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বুধহাটা গ্রামের বিএনপি নেতা এস এম আবু সাইদ তার মোটর সাইকেল চালিয়ে বুধহাটা থোকে মহেশ্বরকাটি মৎস্য সেটের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭ টার দিকে কার্লভাটের কাছে পৌছলে সামনের দিক থেকে আসা বিচালী ভর্তি ইঞ্জিন ভ্যান (খাট বডি) ক্রসিং করার সময় সামনে থেমে থাকা অপর একটি ইঞ্জিন ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপি নেতা আবু সাইদ, তার গাড়িতে থাকা মাজহারুল ইসলাম ও শওকত হোসেন ছিটকে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত আবু সাইদ ও মাজহারুলকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে হার্ড ফাউন্ডেশনে পরীক্ষার জন্য নেওয়া হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article