আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা নামে এক বাই সাইকেল চালক নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। আজ ১৪ জুলাই ২০২৪ রোজ রবিবার সকাল ৯.৩০ টার দিকে আশাশুনি-ঘোলা ত্রিমোহনা সড়কে কোদন্ডা আমতলা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উপজেলা সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে রেজাউল সানা (৬০) দুর্গাপুর থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি আদালতপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে পিছন দিক ঘোলা থেকে সাতক্ষীরা গামি খুলনা মেট্রো-জ-০৫-০০৩৪ যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার পথে সাইকেল চালক রেজাউল সানাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর বাস চালক দ্রুত গতিতে বাস নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত জখমি অবস্থায় রেজাউলকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকায় বাসটিকে আটকে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ও ঘাতক বাস আশাশুনি থানা হেফাজতে ছিল। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারী জানান, সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত মিনিবাসটি থানা হেফাজতে আছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
