আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে শতবর্ষি অশোক বোষ মারা গেছেন।
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার বেলা ১১.১০ মি. আশুশুনি সদরের সোদকোনা গ্রামের মৃত. তারা বোষের পুত্র অশোক বোষ নিজ বাস ভুবনে মারা গেছেন। মৃতকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। মৃতান্তে তিনি ২ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যের পরিবার সূত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন শরিরের বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গতকাল বিকাল ৫ টায় তার অন্তেস্টিক্রিয়া শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় সম্পন্ন হয়। উল্লেখ্য, অশোক বোষ একজন সদালাপি, হাস্যজ্জল মানুষ ছিলেন। তিনি সকল সময় রাগ বিদ্যেশ পরিহার করে রসিকতার সাথে জীবন যাপন করতেন। অশোক বোষ সবার কাছে একজন সাদামাটা ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার জীবদ্দশায় জীবন সংগ্রামের পাশাপাশি মানুষের সহযোগীতায় কাজ করতেন।
