আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে রেফারেল লিংকেজ স্থাপন রাখার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে স্পিরিট কল প্রজেক্টে উপজেলা প্রকল্প অফিসে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে রেফারেল লিংকেজ স্থাপন এবং বহমান রাখার লক্ষ্যে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর দীপ রঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জীব কুমার দাস, ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, ইউপি সচিব, ক্লাব সদস্য, প্রভাষক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি। সভার মূল আলোচ্য বিষয় ছিল স্পিরিট কল প্রকল্পের অংশগ্রহণকারী এবং তাদের পরিবারকে সুবিধা পাওয়ার ব্যাপারে কোন কোন দিক দিয়ে সহযোগিতা করা যেতে পারে তার একটি সার্ভিস ম্যাপিং করা।