আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমিতি আশাশুনি উপজেলা শাখা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে। ১৯ জুলাই ২০২৫ রোজ শনিবার সকাল ১০.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা মৎস্যজীবি সমিতির সহ সভাপতি শিবপদ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আহবায়ক খায়রুল আহসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা সদস্য সচিব রবীন মন্ডল। সভায় অন্যদের মধ্যে নীলকণ্ঠ গাইন, মুকুন্দ মন্ডল, সচিন্দ্র নাথ মন্ডল, মোহন্ত কুমার মন্ডল, জগদীশ সরকার প্রমুখ আলোচনা রাখেন। সভায় আগামী ২২ জুলাই হতে ৩০ জুলাই পর্যন্ত মৎস্য দপ্তরের মৎস্য সপ্তাহের কার্যক্রমের সাথে সংহতি প্রকাশ করে সকল অনুষ্ঠানে যোগদান এবং ৩০ জুলাই বুধবার সমিতির উপজেলা কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।