Saturday, August 9, 2025

আশাশুনিতে মোবাইল কোর্টে ভারতীয় গলদা রেণু ব্যবসায়ীদের জরিমানা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে চোরাই পথে আনা ভারতীয় গলদা ও বাগদা চিংড়ীর রেণু জব্দ ও মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ১৯ জুলাই ২০২৫ রোজ শনিবার বেলা ১১ টার দিকে শোভনালী ইউনিয়ন থেকে মাছ জব্দ করা হয়।
ডিবি পুলিশের এসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, এএসআই হাবিবুর রহমানের উপস্থিতিতে শনিবার অভিযান পরিচালনা করে শোভনালী ইউনিয়নের বদরতলা এলাকা থেকে ১৮ প্যাকেটে রাখা ৪৭ হাজার পিচ ভারতীয় গলদা ও বাগদা রেণু আটক করা হয়। এসময় ব্যবসায়ী গোদাড়া গ্রামের মহসিন সরদার, গোবরদাড়ি গ্রামের হাবিবুল্লাহ ও শ্রীরামপুর গ্রামের নূর ইসলাম সরদারকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ৯০০০ টাকা জরিমানা করেন এবং মুচলেকা গ্রহন করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article