আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে MCBP ও VWB প্রোগ্রামের আওতাভুক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন ২০২৫ রোজ বুধবার বেলা ১১টায় আশাশুনি অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহম্মেদ। মতবিনিময়কালে তিনি আশাশুনি সদর ইউনিয়নের ৬০ জন MCBP ও VWB প্রোগ্রামের আওতাভুক্ত উপকারভোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে তিনি কুল্যা ইউনিয়নের গাবতলায় সুপেয় পানির প্লান্ট পরিদর্শন করেন।