Friday, November 28, 2025

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও ডিগনিটি কিটস বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও ডিগনিটি কিটস বিতরণ করা হয়েছে। আজ ২৪ নভেম্বর ২০২৫ রোজ সোমবার সকাল ১০.৩০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিনিয়েলা ফন্ডস নেদারল্যান্ডস-এর অর্থায়ন এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহযোগিতায় আইডিয়াল কর্তৃক বাস্তবায়িত ম্যাপইনসিবিআর প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। আইডিয়াল এর পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলামেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসি (ল্যান্ড) মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক ও আশাশুনি ইউপির চেয়ারম্যান প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ চন্দ্র মন্ডল। এছাড়া ব্র্যাক, বারসিক, উত্তরণ, ইএসডিও, বাংলাদেশ ন্যাজারীন মিশন, উন্নয়ন, সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সাস ও ব্রেকিং দ্য সাইলেন্সসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, ৬টি খাতা, ১২টি কলম, পেন্সিল, রাবার, কাটার, পেন্সিল বক্স ও জ্যামিতি বক্সসহ শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, অর্থনৈতিক বাধা কমানো, স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি শিক্ষাগত বৈষম্য কমানোর উদ্দেশ্যে প্রদান করা হয়। এছাগা ৮০ জন প্রতিবন্ধী কিশোরীকে ডিগনিটি কিটস হিসেবে বালতি, মগ, আট পিসের দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, কাপড় কাচা সাবান, গায়ে মাখা সাবান, তোয়ালে, নখ কাটার মেশিন, চিরুনি, অ্যান্টিসেপটিক লিকুইড এবং ব্যবহারবিধিসহ প্রয়োজনীয় উপকরণ মানষিক স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্য ঝুঁকি হ্রাস, পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধি সম্মান ও মর্যাদা রক্ষা, স্কুল ড্রপআউট কমানো, অর্থনৈতিক সহায়তা কমানোর উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান অতিথিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যাপ ইন সিবিআর প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুর জামান। সহযোগিতায় ছিলেন সিবিআর কর্মী সুব্রত বাছাড়, করবী স্বর্ণকার, শেখ ইউসুফ আলী, লিটন দাশ, সাইজুল ইসলাম, লিটন মন্ডলসহ প্রকল্পের কর্মীবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article