Wednesday, November 5, 2025

আশাশুনিতে দু’দিনের পুষ্টি কর্ম-পরিকল্পনা সভার সমাপনী অনুষ্ঠান

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে দু’দিনে দু’ব্যাচের ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। আজ ১২ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নব নির্মীত ভবনের ২য় তলায় হল রুমে এ সমাপনী সভার আয়োজন করা হয়।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশান (গেইন) এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির সার্বিক সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম ইনামুল ইসলামের সভাপতিত্বে সভায় গেইন কনসালটেন নিহার রঞ্জন পরামান্য ও কৃষিবিদ ড. মনির উদ্দীন, প্রাণি সম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আশিক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, দিপঙ্কর সরকার দিপ, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্যানেল চেয়ারম্যান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আয়োডিনযুক্ত লবণ ও ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রয়ে ব্যবসায়ীদের পরামর্শ, খোলা তেল, খোলা লবণ বিক্রয় না করা, মান সম্পন্ন কৃষি উপকরণ বিক্রয়ে পরামর্শ, বসতভিটায় উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজী চাষ, কিশোর কিশোরীদের সুষম খাদ্যাভ্যাস, বয়ঃ সন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বিদ্যালয়গামী শিশুদের কৃমি নাশক খাওয়ানো, গবাদি পশুর স্বাস্থ্য সেবা সুরক্ষা, হাঁস-মুরগি পালন, কেঁচো সার উৎপাদন, জিংক সমৃদ্ধ ধানের জাত, গর্ভবতী ও প্রসূতি মাদের এএনসি, পিএনসি সেবা, শিশু স্বাস্থ্য, টিকা, বাল্য বিবাহ ও পুষ্টি বিষয় এবং মসজিদে জুম্মার সময় স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত তথ্য উপস্থাপন করাসহ বিভিন্ন বিষয় নির্দ্ধারণ করে কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। দ্বিতীয় দিনের সভায় বুধহাটা, দরগাহপুর, কাদাকাটি, প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ অংশ নেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article