আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে দুগ্ধ ও দুগ্ধজাত পন্যের পুষ্টি এবং পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় এতে অংশ গ্রহণ করেন শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকেরা।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান হিমু।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এ স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ করতে আশাশুনিতে দয়ারঘাট ও কাকবাসিয়া স্কুলের বাচ্চাদের প্রতিদিন ২৫০ গ্রাম করে পাস্তরিত দুধ সরবরাহ করা হচ্ছে। পাইলট প্রকল্পের আওতায় আমরা এর সুফল পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
