আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রোজ রবিবার সকালে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দলিল লেখকদের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, কলারোয়া উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ ইমরুল হাসান, শ্যামনগর উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ জোবায়ের হোসেন, আশাশুনি উপজেলা সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী। আশাশুনি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে লাইসেন্স প্রাপ্ত ৪৪ জন দলিল লেখকের অংশ গ্রহনে প্রশিক্ষণ কর্মশালায় রেজিষ্ট্রেশন আইন, ভূমি আইন, ভূমি হস্তান্তর আইন, আয়কর বিধিমালা, রেজিষ্ট্রেশন বিধিমালা, ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।