Monday, November 3, 2025

আশাশুনিতে ডিসিআরকৃত ঘেরের বাসায় আগুন ও মাছ লুটের প্রতিকারে সংবাদ সম্মেলন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির কেয়ারগাতিতে ২৫ বছরের ভোগদখলীয় ডিসিআরকৃত জমির মৎস্য ঘেরে জবর দখল, বাসায় আগুন ও মাছ ধরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার প্রার্থনা ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার দুপুর ২টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কেয়ারগাতি গ্রামের নূর ইসলাম সানার ছেলে কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সানা, কামরুজ্জামান জানান, কেয়ারগাতী মৌজায় ০১ নং খতিয়ানে ১১১৪, ১১১৩, ১১৫, ১১১৬ ও ০১ দাগে ১৮ বিঘা জমি রয়েছে। যা কামরুজ্জামান, কেরামত আলী, লাকি পারভীনসহ ১১ জন ডিসিআর প্রাপ্ত হয়ে দীর্ঘ ২৫ বছর যাবত ভেড়ী বাধ দিয়া মৎস্য ঘের করে আসছি। আসামীরা জবর দখলের চেষ্টা করতে থাকলে বিজ্ঞ আদালতে ১৪৫ ধারা মোতাবেক একটি পিটিশান মামলা দায়ের করি। মামলা নং-১১৫৯/২৫, তারিখ- ০২/০৭/২০২৫। মৃত এলাহী রক্স শেখের ছেলে হেদায়েতুল শেখ, মৃত মঞ্জু সরদারের ছেলে ময়নুদ্দীন সরদার, মৃত মহিরুদ্দীন সরদারের ছেলে বাবু সরদার, মৃত খলিল গাইনের ছেলে মিজানুর গাইন ও কোহিনুর গাইনসহ ১৪ জন জ্ঞাত ও অজ্ঞাত ৮/১০ জন গত ১৯ সেপ্টেম্বর সকাল ৮.৩০ টার সময় দা, রড, শাবল, হাতুড়ি, বাঁশের লাঠি, জিআই পাইপ নিয়ে সম্পত্তিতে অনাধিকারে প্রবেশ করে জবর দখলের চেষ্টা করতে থাকলে বাধা দিতে গেলে কামরুজ্জামান, সাইকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, লিটু সানা, মমতাজ পারভীন, সাদ্দাম সানাকে জখম করে। ডিসিআরকৃত মৎস্য ঘেরে টানা জাল দিয়া বাগদা, গলদা, হরিনা সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মেরে ২ লক্ষাধিক টাকা, ছয়টি ঘেরের বাসা আগুনে পুড়িয়ে অনুমান ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। স্বাক্ষীদের সহায়তায় জখমী সাইকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। তারা জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার ও ক্ষয়ক্ষতি পুরনে প্রশাসন, আইন আদালত ও উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article