আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় কৃষি দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সদর ইউনিয়নের সোদকোনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন- বিআরসিসিএপিএসএল প্রকল্পের আয়োজনে, সাইন অব হোপ ও বিএমজেড এর সহযোগীতায় অনুষ্ঠানের শুরুতে সোদকোনা স্কুল মাঠ থেকে র্যালি বের করা হয়। র ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকারের সভাপতিত্বে প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ন্যাজ্যারীন মিশনের কৃষকদলের সভাপতি অবিনাশ মন্ডল, আবুল হোসেন, আকরাম হোসেন, আলতাফ হোসেন, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প অর্গানাইজার আবু বক্কার সিদ্দিক, সঞ্জয় কুমার প্রমুখ।
