আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ অক্টোবর ২০২৫ রোজ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল। অন্যদের মধ্যে কল্যানী সরকার। বক্তাগণ, “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সাথী খাতুন ও গীতা থেকে পাঠ করেন, বিথীকা রানী মন্ডল।