আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিমান বিহারী মন্ডল, এসএপিপিও পলাশ কান্তি রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, ইকবাল হোসেন, দেব প্রসাদ দাশ, আমিনুল ইসলাম, সানা আবু জাফর, নাজমুস সাকিব শাওন, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, দীপক কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানান হয় প্রণোদনা বিতরন করা হয়েছে, সরিষা ১৫০০ জনকে, সূর্যমুখী ২১০ জনকে, sacp প্রকল্পের পুষ্টি বাগান পূর্ণ স্থাপন ৬৬০ টি। এছাড়া সরিষা চাষাবাদ পদ্ধতি, রোপা আমন ধানের বিপিএইচ, ডিলার প্রতি সারের মজুদ পরিস্থিতি মনিটরিং নিয়ে আলোচনা করা হয়।
