Monday, November 3, 2025

আশাশুনিতে এ্যাডভোকেসি নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগ সমূহের (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) সাথে এ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় ইকো সোশ্যালডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র বাস্তবায়নে, ইনকুলুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্প এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইএসডিও-আইসিআরডিসিভি-II প্রকল্পের ম্যানেজার মো: শামসুল হক মৃধার সঞ্চালনায় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, মুসলিম এইড ইউকে কান্ট্রি অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (CCA) এর ক্ষেত্রে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ খাতের উন্নয়নে ইএসডিও ও মুসলিম এইড বাস্তবধর্মী কার্যক্রম বাস্তবায়ন করছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখছে। সরকারি দপ্তরসমূহ সব সময় এ প্রকল্পের পাশে ছিল এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article