Tuesday, August 5, 2025

আশাশুনিতে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : গআশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ও ২৩ সালে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি, জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের ও সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন। একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, অভিভাবক আবু মুছা তারিকুজ্জামান তুষার, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক প্রমুখ। ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ছাত্রছাত্রী, শিক্ষক ও পাইলটের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব ড. মোঃ আবুল হাসান। অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article