Tuesday, December 2, 2025

আশাশুনিতে ইএসডিও-আইসিআরডিসিভ-৩ প্রকল্পের অবহিতকরণ সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে উষ্ণ, অংশগ্রহণমূলক ও তথ্যবহুল পরিবেশে ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সসভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের তৃতীয় পর্যায়ের কার্যক্রম শুরু করেছে।
আইসিআরডিসিভি-৩, ইএসডিও এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামসুল হক মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সরকারি দপ্তরের প্রতিনিধিগনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, আরএমও ডাঃ প্রসুন কুমার মণ্ডল, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম ও আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু দাউদ ঢালী, মোঃ শরিতুল্লাহ, মোঃ নজরুল ইসলাম, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, কমিউনিটি লিডার ও প্রকল্পের উপকারভোগীসহ প্রায় ৫০ জন এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন ও ঘনঘন দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি, নেতৃত্বগঠন, গণঅংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। প্রকল্প এসব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article