Wednesday, November 5, 2025

আশাশুনিতে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
GAFSP/IFAD এর অর্থায়নে বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের লিডারশীপ বাস্তবায়কৃত RAINS প্রকল্পের আওতায় পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন করেছে। জাতীয় বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনায় ইউনিয়নের চাহিদা গুলোকে তুলে ধরার লক্ষ্যে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৫-২৬ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। গেইন বাংলাদেশ এর কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিকের পরিচালনায় ও প্রোগ্রাম অফিসার সামিহা ইসরাত সিলভিয়ার সহযোগিতায় অনুষ্ঠাতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ। অনুষ্ঠানে শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, দরগাহপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলনে। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সচিব, সংরক্ষিত মহিলা সদস্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারী উদ্যোক্তা, এনজিও কর্মী, মসজিদের ইমাম এবং গ্রাম পুলিশবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় বিভিন্ন ইউনিয়নের স্টেক হোল্ডারদের নিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article