Thursday, August 7, 2025

আশাশুনিতে ইউডিএমসির উদ্ধার সরঞ্জাম বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাঝে উদ্ধার সরঞ্জাম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে। আজ ২৮ জুলাই রোজ সোমবার বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ন্যাজারীণ মিশন বিআরসিসিএপিএসএল প্রকল্পের আয়োজনে সাইন অব হোপ ও বিএমজেড এর সহযোগীতায় আলোচনা সভা শেষে উদ্ধার সরঞ্জাম বিতরণ করা হয়। প্রকল্প কৃষিবিদ মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার। ভার্চুয়াল বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান হোসেন আলী। সভায় প্যানেল চেয়ারম্যান মোঃ শরিউতুল্লাহ , প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ কুমার মন্ডল, প্রকল্প ট্রেনিং অফিসার মাইেকল বিশ্বাস, হিসাব রক্ষক উত্তম কুমার দাসসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেগাফোন ৫ টি, রেইন কোট ১৫ টি, লাইফ জ্যাকেট ১৫ টি, বয়া ১৫ টি, রেডিও ২ টি, ফ্লাশ লাইট ৫ টি, টর্চ লাইট ৫ টি, ফাস্ট এইড বক্স কিট সহ ১ সেট, স্টিল বাঁশি ৫ টি, দা, কুড়াল, শাবল, করাত, কোদাল ১ সেট, স্টিল ট্রাংক ১ টি ও ২ টি তালাসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article