আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৫২ তম আন্তঃস্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলা উদ্বোধন করা হয়।
সকালের খেলা উদ্বোধন করেন, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। প্রথম খেলায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল টাইব্রেকারে ৩-১ গোলে কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে সেমি ফাইনালে ওঠে। ২য় খেলায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৪-২ গোলে নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসা দলকে পরাজিত করে। ৩য় খোলায় সরাপপুর মাধ্যমিক বিদ্যালয় দল উপস্থিত না হওয়ায় গদাইপুর জেহের আলী হাই স্কুল দলকে উইনার ঘোষণা করা হয়। ৪র্থ ও শেষ খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ২-১ গোলের ব্যবধানে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ২৫ সেপ্টেম্বর সেমি ফাইনাল খেলায় বিজয়ী দলগুলো অংশ গ্রহন করবে। বিকালে খেলা উদ্বোধন করেন, গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন, আনিছুর রহমান, অরুন সানা, উত্তম কুমার মন্ডল ও আসাদুল ইসলাম। আজ মঙ্গলবার দাবা, সাঁতার ও বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
