Sunday, November 2, 2025

আশাশুনিতে আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা সদর সাব জোন ও বুধহাটা সাব জোনে ৫২ তম আন্তঃস্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলা শুরু হয়।
আশাশুনি সাব জোন ঃ আশাশুনি সাব জোনের বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ৩-০ গোলের ব্যবধানে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গোলে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। বালকদের ফুটবল প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গোলে বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বালিকাদের ফুটবলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৪-৩ গোলে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। খেলার শুভ উদ্বোধন করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ মন্ডল, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শিক্ষক আনিছুর রহমান। খেলা পরিচালনা করেন, আনিছুর রহমান, আছাদুল হক, দেব প্রসাদ সানা ও ইয়াছিন আরাফাত। আগামী ২২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।
বুধহাটা সাব জোন ঃ বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা সাব জোনের খেলা চলছে। ফুটবল (বালক) সেমিফাইনালে মহিষাডাঙ্গা মা/বিঃ ২-০ গোলে গুনাকরকাটি মা/বিদ্যালয়কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় বুধহাটা কলেজিয়েট স্কুল দল ১-০ গোলের ব্যবধানে বুধহাটা দাঃ মাদ্রাসাকে পরাজিত করে।
আগামী ২০ সেপ্টেম্বর বিকাল ৩.৩০ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article