আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন এন্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (আইবি ডব্লিউ এফ) এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার মানিকখালি সুপ্ত সাহেবের বাগান বাড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আই বি ডব্লিউ এফ এর সাতক্ষীরা জেলা সভাপতি মাওঃ মহিউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি আব্দুল হান্নান, জেলা উপদেষ্টা এ্যাড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা প্রধান উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা সেক্রেটারি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ব্যবসায়ীদেরকে নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হয়।
