আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির তেঁতুলিয়ায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ০৪ নভেম্বর ২০২৪ রোজ সোমবার বিকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার সংলগ্ন এলাকায় বসবাসরত গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। ৫০০ জন অসহায় ব্যক্তিকে একটি করে কম্বল বিতরণ করেন, ইউনিয়ন আ’লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক সাবেক মেম্বর আজিমুর রহমান অরপে মিজানুর রহমান মন্টু। নিজস্ব অর্থায়নে তিনব গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কম্বল বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন ও সার্বিক সহযোগিতায় ছিলেন, ইউপি সদস্য ও আ’লীগ নেতক সুবীর কুমার মিত্র উজ্জ্বল সহ স্থানীয় আ’লীগ কর্মী ও তার নিজস্ব নির্বাচনী কর্মীবৃন্দ।
