আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজলোয় র্কমরত কৃষি র্কমর্কতাদরে সমন্বয় সভা অনুষ্ঠতি হয়ছে। ০৭ নভেম্বর ২০২৪ রোজ বৃহষ্পতিবার সকালে উপজলো কৃষি অফসিরে কৃষক প্রশক্ষিণ কন্দ্রেে এ সভা অনুষ্ঠতি হয়।
উপজলো কৃষি অফসিার এস এম এনামুল ইসলামরে সভাপতত্বিে সভায় কৃষি সম্প্রসারণ অফসিার আব্দুল্লাহ আল মাসুদ, ত বল্লিাল হোসনে, উপ সহকারী কৃষি র্কমর্কতা এস এম আঃ ওহাব, শবিুপদ, আককিুন নছো, আফফিা খাতুন, দীপক কুমার মল্লকি, ইকবাল হোসনে, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসনে, তরকিুল ইসলাম, আরফিুল ইসলাম, দবে প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকবি শাওন, শখে হাফজিুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ উপস্থতি ছলিনে। সভায় কৃষি প্রনোদনা বভিাজন এবং প্রকৃত কৃষকদরে কাছ থকেে তালকিা গ্রহন, কারন্টে পোকা প্রতরিোধ, সরষিা আবাদ বৃদ্ধতিে রলিে ক্রপ পদ্ধততিে সরষিা চাষ, বভিন্নি প্রকল্পরে প্রর্দশনী বভিাজন, বাড়রি আঙনিায় পুষ্টি বাগান পুনঃস্থাপন জোরদারকরণ, এসএসপিি প্রকল্পরে ৫০% র্ভতুকতিে কৃষি যন্ত্রপাতি পতেে আগ্রহীদরে তালকিা প্রস্তুতসহ বভিন্নি বষিয় নয়িে আলোচনা করা হয়।