মিহির, শিল্পাঞ্চল (খুলনা) সংবাদদাতা : খুলনা শিল্প এলাকার বন্ধকৃত আফিল, মহাসেন, এ্যজাক্স জুট মিল সহ ব্যক্তি মালিকানা জুট মিলে গ্রাচুইটি ও সকল বকেয়া পাওনা সহ ছয় দফা দাবিতে পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। আজ ৩১ অক্টোবর ২০২২ রোজ সোমবার বিকাল ৪ টায় আমতলা ঘাট এলাকায় আফিল জুট মিল সিনিয়র শ্রমিক আ : হামিদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন। সভায় কাজী ফারুক হোসেনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, আফিল জুট মিলের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, জয়নাল আবেদীন, হান্নান শেখ, আব্দুল মজিদ শেখ, শিব পদকুন্ড, আসাদ মিয়া, নওশের, মনিরা, আজিজুর, সাত্তার মোড়ল প্রমুখ। সভায় অবিলম্বে আফিল সহ সকল ব্যাক্তি মালিকানা মিলের বকয়ো পাওনা পরিশোধের জোর দাবি জাননো হয়।
